ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সপ্তম সংশোধনী বাতিল হলেও এরশাদের বিচার করবে না সরকার: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
সপ্তম সংশোধনী বাতিল হলেও এরশাদের বিচার করবে না সরকার: দেলোয়ার

ঢাকা: বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘সপ্তম সংশোধনী বাতিল হলেও এরশাদের বিচার করবে না সরকার। ’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে যুবদল আয়োজিত ‘যুবসভা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



মহাসচিব বলেন, ‘ওয়ান-ইলেভেনের অবৈধ সরকারের সহায়তায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার এরশাদের বিচার করতে পারবে না। ’

তিনি বলেন, ‘জামায়াত যদি তাদের (আওয়ামী লীগ) দোসর হয়ে যায় তাহলে তারাও (জামায়াত) তাদের (আ.লীগ) কাছে হালাল হয়ে যায়। ’

নিরপেক্ষ যে কেউ আওয়ামী লীগের শত্রু মন্তব্য করে খোন্দকার দেলোয়ার বলেন, ‘ সরকারের কোনো অন্যায়-অত্যাচার-জুলুমের বিরুদ্ধে যে কেউ কথা বললেই সরকার সেটাকে হুমকি মনে করে। ’

তিনি বলেন, ‘এ সরকার যেভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে তাতে তাদেরকে কারও উৎখাত করতে হবে না। নিজেদের কর্মকাণ্ডে তারা নিজেদের উৎখাতের পথ তৈরি করছে। ’

খোন্দকার দেলোয়ার আরও বলেন, ‘সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। কথা বলতে গেলেই আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়। আমাদের নেতাদের সম্পর্কে কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। কিন্তু আমরা সংসদে যেতে চাই। আশা করি, সরকার সংসদের পরিবেশ ফিরিয়ে আনবে। ’

যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।