ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
নয়াপল্টনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

 

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন।  

অন্যদের মধ্যে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশারফ হোসেন, সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সমাবেশে মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছে। নয়াপল্টনে ভিআইপি রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।