ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মিছিলে হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
বিএনপির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মিছিলে হামলার অভিযোগ লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা।

বরিশাল: নবগঠিত বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে দ্বন্দের জেরে মিছিলে হামলার অভিযোগ উঠেছে।  

এ সময় নবগঠিত বরিশাল মহানগরের সাত নম্বর ওয়ার্ডের কমিটি বাতিলের দাবিতে মিছিলের ব্যানার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পিটিয়ে কয়েকজনকে আহত করার অভিযোগও করেছেন মিছিলকারীরা।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে নগরের ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার বিএনপি নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত উপেক্ষা করে ৭ নম্বর ওয়ার্ডের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খান নাসির, শ্রমিকদল ওয়ার্ড সভাপতি মো. তারেক, আবুল কালামসহ নেতাকর্মীরা ভাটিখানা থেকে মিছিল বের করেন।

মিছিল শুরুর মুহুর্তেই সদ্য ঘোষিত ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষে ২০ থেকে ২৫ লাঠিসোঠা নিয়ে হামলা চালায়।

এ সময় তারা ব্যানার ছিনিয়ে নেয় এবং মিছিলে অংশগ্রহণকারীদের পিটিয়ে ও ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে যে যার মতো করে আশ্রয় নিয়ে রক্ষা পান।

সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ৬ অক্টোবর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে মহানগর বিএনপি। কিন্তু ওই কমিটিকে প্রত্যাখ্যান করেন সাবেক পূর্ণাঙ্গ কমিটির নেতারা। কারণ নতুন কমিটির নেতারা দলের কার্যক্রমে কখনো সক্রিয় ছিলেন না। আর বিকেলে বিক্ষোভের আয়োজন করা হলে সেখানে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।

এদিকে হামলার সঙ্গে আহ্বায়ক কমিটির কোনো সদস্য জড়িত ছিলেন না বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সদস্য সচিব মো. আমির খসরু।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।