ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যান: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যান: কাদের

ঢাকা: গডফাদারগিরি করে, অপকর্ম করে যারা দলের দুর্নাম কামিয়েছেন তারা আগামীতে মনোনয়ন পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নমিনেশন চাইবেন, শেখ হাসিনার কাছে হিসাব আছে। যারাই অপকর্ম করে, গডফাদারগিরি করে দলের দুর্নাম কামিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তারা কিছুতেই পাবেন না। এটা নেত্রীর পরিষ্কার নির্দেশ। খারাপ আছেন ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যান।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আহ্বান জানাচ্ছি দলকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে। অপকর্ম করবেন না। আওয়ামী লীগের নামে অপকর্ম করবেন না। যারাই অপকর্ম করছেন তাদের এসিআর কিন্তু নেত্রীর কাছে জমা আছে।

কারও নাম উল্লেখ না করে ইডেন কলেজ ছাত্রলীগের ঘটনার দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, মাঝে মাঝে কলহ করতে গিয়ে এমন এমন কথা মুখ দিয়ে বের হয়। আওয়ামী লীগ করে যারা এ ধরনের কথা বলে তাদের আওয়ামী লীগ করার কোনো অধিকার নেই। সিট বাণিজ্য করা, ভর্তি বাণিজ্য করা, পলিটিক্যাল রুম টাকা নিয়ে... এই সব যারা করে তাদের তালিকা তৈরি হচ্ছে। খবর আছে, ক্ষমা নেই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন, আনিসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।