ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবিহ উদ্দিনের জানাজা মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
সাবিহ উদ্দিনের জানাজা মঙ্গলবার

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদের নামাজে জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে আগামী মঙ্গলবার (১ নভেম্বর) এশার নামাজের পর অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তার বাবা কবির আহমেদের কবরে তাকে দাফন করা হবে।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

৭৬ বছর বয়সী সাবিহ উদ্দিন আহমেদ সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন মতিষ্কের রক্তক্ষরণজনিত জটিলতায় ভুগছিলেন।

তার মৃত্যুর সংবাদ শুনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরা থেকে গুলশানের বাসায় ছুটে যান। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একই ব্যাচের ছাত্র ছিলেন ফখরুল ইসলাম আলমগীর ও সাবিহ উদ্দিন আহমেদ। ব্যক্তিগত জীবনে দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।