ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ. লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি অর্থ উপ-কমিটির সভা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
আ. লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি অর্থ উপ-কমিটির সভা 

ঢাকা: আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে ৷ এ সম্মেলনের প্রস্তুতি নিতে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি অর্থ উপ-কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, শাহাবুদ্দিন চুপ্পু, সভাপতিমণ্ডলীর সদস্য মো. ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

সভায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে যথাযথ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে অর্থ উপ-কমিটির নেতাদের নির্দেশনা দেওয়া হয়। সম্মেলনের প্রস্তুতির করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ৷

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এসকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।