ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ট্রাইব্যুনাল তদন্ত দল গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেলোয়ারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
ট্রাইব্যুনাল তদন্ত দল গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেলোয়ারের

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তদন্ত দল গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি’র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

তিনি বলেছেন, এতে নিরপেক্ষ বিচার হওয়ার কোনো সম্ভাবনা নেই।



রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

খোন্দকার দেলোয়ার বলেন, ‘ফৌজদারি দ-বিধি অনুযায়ী বিশেষ তদন্ত দল বলতে কিছুই নেই। সরকার আসলে নিজেদের লোক দিয়ে নিজেদের মতো তদন্ত করে বিরোধী দলের রাজনীতিকদের হয়রানি করার ষড়যন্ত্র করছে। ’

মহাসচিব বলেন, ‘বিরোধী দলকে নির্মূল করতেই তারেক রহমানসহ জিয়া পরিবারকে গ্রেনেড হামলায় জড়ানোর চেষ্টা চলছে। ’

তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেনের সরকারের মতোই এখনকার ক্ষমতাসীনরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল আলম ডিউককে রিমান্ডে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করে নিচ্ছে। ’

এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।