ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার প্রভাবমুক্ত হলে বিএনপি নেতাকর্মীরা যুদ্ধাপরাধীদের বিচার চাইবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

এস বাসু দাশ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বান্দরবান: বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া প্রভাব বিস্তার না করলে তার দলের নেতাকর্মীরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্লোগান দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।

রোববার বান্দরবান জেলা প্রশাসন সম্মেলন কে আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।



তিনি আরও বলেন, `জাতি চায় বলেই আওয়ামী লীগ সরকার যুদ্ধপরাধীদের বিচার করছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করছে সরকার আর তা বাস্তবায়ন হলে দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক সমস্যা থাকবে না। `

জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আছাদুজ্জামান, জেলা পুলিশ সুপার কামরুল আহসান উপস্থিত ছিলেন।

সভায় জেলার সাত উপজেলার চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিষয়ভিত্তিক নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad