ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশে অসহনীয় পরিস্থিতি বিরাজ করছে: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জুন ২৬, ২০১০

ঢাকা: বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের অব্যাহত নিপীড়ন-নির্যাতনের কারণে দেশে আজ অসহনীয় পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

আর এ আন্দোলনে বাধা দিলে সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। ’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে ‘অধিকার’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অধিকারের  সম্পাদক আদিলুর রহমান খানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলামিষ্ট ফরহাদ মজহার। আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ড. আসিফ নজুরুল, নারী নেত্রী ফরিদা আখতার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মাহবুবুল আলম প্রমুখ।

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নির্যাতনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান সরকারের নির্যাতন-নিপীড়নের মাত্রা বিশ্বের সব নির্যতানকে হার মানিয়েছে। ’

বাংলাদেশ স্থানীয় সময় ১৫০০ ঘণ্টা, ২৬ জুন ২০১০
এমএম/এজেড/বিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।