ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

ভারত আমাদের বন্ধু: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
ভারত আমাদের বন্ধু: জামায়াত

ঢাকা: প্রতিবেশী ভারতকে বন্ধু দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেছেন, `আমরা ভারতের পক্ষে। ভারত আমাদের বন্ধু।

দেশের স্বার্থেই আমরা ভারতের বিরোধিতা করি। তবে ভারতবিদ্বেষী নই। `

রোববার বিকেলে মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুদ্ধাপরাধ তদন্তের নামে জাময়াত নেতাদের চরিত্র হনন বন্ধ ও বন্দি নেতাদের মুক্তির দাবিতে দু’দিনের ‘সভা-সমাবেশ’ কর্মসূচির অংশ হিসেবে রমনা থানা জামায়াত এ সমাবেশের আয়োজন করে।

মকবুল আহমাদ বলেন, ‘ফারাক্কা বাঁধ, বেরুবাড়ি, টিপাইমুখ বাঁধ, ট্রানজিটসহ ভারতের সঙ্গে সব চুক্তিই বাংলাদেশের স্বার্থ পরিপন্থি। এ বিষয়ে কথা বললেই জামায়াতকে ভারতবিরোধী মনে করা হয়। মূলত জামায়াত ভারত বিদ্বেষী নয়। ’

তিনি বলেন, ‘আমরা ভারতের পক্ষে, ভারত আমাদের বন্ধু। ’

যুদ্ধাপরাধ তদন্তের সমালোচনা করে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, ‘বানানো আইন ও আদালত দিয়ে উপন্যাস-নাটক লেখা যায়। যুদ্ধাপরাধের বিচার করা যায় না। ’

সরকারকে জুলুমের পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে মকবুল আহমাদ বলেন, ‘জামায়াতকে দু’টি গালি দিলেই কচুরিপানার মতো ভেসে যাবে না। খাঁটি ভাবমূর্তি (ক্লিন ইমেজ) নিয়ে জামায়াত তার নিজ অবস্থানে টিকে থাকবে। ’

সরকার নিজেদের ডিজিটাল ব্যর্থতা ঢাকতে জামায়াতকে টার্গেট করেছে বলেও অভিযোগ করেন মকবুল আহমাদ।

রমনা থানা জামায়াতের আমীর মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সাংসদ আমীর হামিদুর রহমান আযাদ, রমনা থানা জামায়াতের নায়েবে আমীর ডা. মনুসুরুল হক পাটোয়ারি, সহকারী সেক্রেটারি নূরুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।