ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মীর কাশেম আলী বিরোধী প্রচারণার প্রতিবাদ জানালেন তাসনীম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলম।

 রোববার এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।



তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রচার মাধ্যমে মীর কাশেম আলীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ার প্রশ্নই আসে না। ’

অধ্যাপক তাসনীম বলেন, স্বাধীনতার ৩৯ বছর পরে চট্টগ্রামের একজন বামপন্থী নারী নেত্রী নুরজাহান খানের সাজানো মিথ্যা বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মীর কাশেম আলীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তাকে মিথ্যা মামলায় জড়ানোর উদ্দেশ্যেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ’

এ ধরনের মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad