ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাবিতে ঢাকা-দোহার সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২

মুন্সীগঞ্জ: নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরের ৩টি ইউনিয়নের বিক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ মিছিল টায়ারে অগ্নিসংযোগ ও ঢাকা-দোহার সড়ক ২ ঘণ্টা অবরোধ করেছেন।

বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বালাশুর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়।



শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল, ভাগ্যকূল ও বাঘরা ইউনিয়নের শত শত গ্রাহক “সর্বস্তরের জনগণের” ব্যানারে এ সব কর্মসূচি পালন করেন।

এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা বেশ কয়েকটি গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করেন। বিদ্যুৎ গ্রাহকদের অবরোধের মুখে ঢাকা-দোহার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। ১২টার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ গ্রাহকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।