সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী

স্পেশাল করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
মতিয়া চৌধুরী

মতিয়া চৌধুরী

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে একাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে উপনেতা মনোনীত করা হয়।

সভা শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সমপাদক ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় সংসদ ভবনের নয়তলায় সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৯ সালের পর টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। সংসদে দলটির এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। ২০০৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংসদ উপনেতার পদে আসীন ছিলেন সাজেদা চৌধুরী। গত বছর ১১ সেপ্টেম্বরও একাদশ জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত কারণে মারা যান। সাজেদ চৌধুরী স্থলে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা মনোনীত করলো আওয়ামী লীগ।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ উপনেতা পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন৷ এরপর এ প্রস্তাবে সমর্থন জানান আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

আওয়ামী লীগের সংসদীয় দলের এ সিদ্ধান্ত অনুযায়ী সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীর নাম স্পিকারকে জানানো হবে। এরপর সংসদ সচিবালয় থেকে দুই/এক দিনের মধ্যে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩/আপডেট: ২৩২৫ ঘণ্টা
এসকে/এমজেএফ/এএটি


সম্পাদক : জুয়েল মাজহার

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2024 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান