ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সেতারসন্ধ্যা

শিহাব উদ্দিন কিসলু, নিউইয়র্ক প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১২
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সেতারসন্ধ্যা

নিউইয়র্ক: ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়নে সেতার আর চেলোর সুরে মুহিত হলো দুই শতাধিক শ্রোতা।

বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ২ সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার এ আয়োজন করা হয়।



সেতার পরিবেশন করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের শিল্পী আলিফ লায়লা।

অতিথিদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনৈতিক, ওয়াশিংটনে বিভিন্ন দূতাবাসের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, অধ্যাপক ও প্রবাসী বাংলাদেশি।

সেতারশিল্পী আলিফ লায়লা সংগীত, নৃত্য, দ্বৈতচেলো এবং আবৃত্তির সঙ্গে সেতার পরিবেশন করেন।
 
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের স্বাগত বক্তব্যে বলেন, সেতারশিল্পী লায়লা তার কাজের মধ্য দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীত ধারার সার্থক সংমিশ্রণ ঘটাতে সক্ষম হয়েছেন। যা সত্য ও মানবতার একাত্মতার বাণী বহন করে।

রাষ্ট্রদূত বলেন, আলিফ লায়লার সেতারসংগীত ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে প্রত্যেকের হৃদয় স্পর্শ করতে সক্ষম। বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র দুই বন্ধুপ্রতীম দেশের সেতুবন্ধনে এ সংগীতসন্ধ্যা ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেতার এবং চেলো পরিবেশনার পর রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে আলিফ লায়লার ‘আমি এক নদী’ শীর্ষক নতুন সিডি সংকলনের মোড়ক উন্মোচন করেন।

নতুন এ সিডিতে ক্ল্যাসিক্যাল সেতার এবং জ্যাজ স্যাক্সোফোনের এক ব্যতিক্রমী সংমিশ্রণ ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২

সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট  এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।