ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

রিয়াদে প্রবাসী চৌদ্দগ্রাম বিএনপির অভিষেক ও প্রতিবাদসভা

মোহাম্মদ আল-আমীন, রিয়াদ থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২
রিয়াদে প্রবাসী চৌদ্দগ্রাম বিএনপির অভিষেক ও প্রতিবাদসভা

সরকারের জুলুম নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সব ক্ষেত্রে তারা আজ পুরোপুরি ব্যর্থ।

দেশের মানুষ আজ চরম অশান্তিতে আছে। বর্তমান সরকারের মন্ত্রীরা আজ জনগণের সম্পদ লুটপাটে ব্যস্ত। এখন মন্ত্রীদের গাড়ী ভর্তি ঘুষের টাকা পাওয়া যায় অথচ তার বিরুব্ধে কোনো আইনানুগ ব্যবস্থা পর্যন্ত নিচ্ছে না সরকার।

গত শুক্রবার রাতে রিয়াদের হাফমুন অডিটরিয়ামে প্রবাসী চৌদ্দগ্রাম থানা বিএনপিন উদ্যোগে বৃহত্তর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা বিএনপির অভিষেক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোর বিরুব্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা।

তারা আরো বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। জনগণ এসব জুলুম অত্যাচারের জবাব দিতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে। জনগণের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য দেশনেতৃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিরুব্ধে সরকার একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

প্রবাসী চৌদ্দগ্রাম থানা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী চৌদ্দগ্রাম থানা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সভাপতি ইয়াকুব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারী, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির প্রধান উপদেষ্টা সাহাবুদ্দিন ফরায়েজী, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির উপদেষ্টা ইয়াছিন ভুইয়া, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রবাসী চৌদ্দগ্রাম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল হক (আদর) প্রমুখ।

টেলিকনফারেন্সের মাধ্যমে সভায় দিকনির্দেশনমূলক বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, কুমিল্লা জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাবেয়া চৌধুরী, চৌদ্দগ্রাম থানা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, কুমিল্লা জেলা বিএনপির সহ-সভাপতি কাজী নাসিমুল হক, চৌদ্দগ্রাম থানা জাসাসের যুগ্ন সম্পাদক কামরুল হুদা প্রমুখ।

অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা জেলার প্রবাসী লাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, সদরগঞ্জ, বুরিচং, হোমনা, দাউদকান্দি, মুরাদনগর ও চান্দিনা থানা বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ১৪ এপ্রিল, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।