ফিলাডেলফিয়ায় : বাংলাদেশ কমিউনিটি অব পেনসেলভেনিয়া গত ১৪ এপ্রিল উদযাপন করে পহেলা বৈশাখ।
এদিন আয়োজন করা হয় বৈশাখী মেলারও।
পহেলা বৈশাখ অনুষ্ঠানের পাশাপাশি উদযাপন করা হয় মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল বিভিন্ন ধরনের খাবার, পোশাক, গহণা এবং কারুশিল্পের দোকানও।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘এখন সময়’ সম্পাদক কাজী শামসুল হক এবং বিশেষ অতিথি বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমেদ।
বাংলাদেশ নাইট : এদিকে ইন্ডিয়ানা মিওনিক-এর বলস্টেট ইউনিভার্সিটিতে ১৪ এপ্রিল উদযাপন হল বাংলাদেশ নাইট।
বিকেলে শুরু হয়ে মধ্যা রাত পর্যন্ত চলে অানুষ্ঠানিকতা।
“মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ” নামে বিশেষ নাটিকা পরিবেশন করেন ইন্ডিয়ানা মিওনিক-এর বলস্টেট ইউনিভার্সিটি বাংলাদেশি। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট পরিসংখ্যানবিদ বলস্টেট ইউনিভার্সিটির প্রফেসর রহমতুল্লা ইমন।
অনুষ্ঠানে ইন্ডিয়ানা মিওনিক-এর বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সংবাদ প্রেরক অনুপ কুমার বিশ্বাস নিউইয়র্ক প্রবাসী,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর