ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির সঙ্গে ইটলস বিচারকের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুন ৭, ২০১২
জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির সঙ্গে ইটলস বিচারকের সাক্ষাৎ

ঢাকা: সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) বিচারক হেলমার্ট তার্ক জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।



সাক্ষাতের সময় সমুদ্রসীমা নির্ধারণে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তিনি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। এসময় রাষ্ট্রদূত ড. মোমেনও তাকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ১৪ মার্চ সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে বঙ্গোপসাগরে এক লাখ ১১ হাজার বর্গকিলোমিটার পায় বাংলাদেশ সরকার। প্রতিবেশী মিয়ানমারের বিপক্ষে মামলার রায়ে এ বিজয় অর্জিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুন ০৭, ২০১২

সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।