যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুক্তিযোদ্ধা ড. নূরান নবীর লেখা বই ‘বুলেট অব সেভেনটি ওয়ান’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক অজানা, দুর্লভ কাহিনী রয়েছে বলে জানা গেছে।
প্রকাশনা উপলক্ষ্যে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা লে. জে. (অব.) ড. ওয়াই এম বাম্পি, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, নাট্যকার মমতাজ উদ্দিন আহমদ, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বেলাল বেগ, হাসান ফেরদৌস, হায়াত আলী আকন্দ, এম মিসবাহ উদ্দিন, আদনান নবী, সেমন্তী ওয়াহেদ, ড. ইভান খান, নিলয় ইকবাল, সেলিনা শারমিন প্রমুখ। অনুষ্ঠানে কবি ড. ফারুক আজম কবিতা পাঠ করে শোনান।
গত ১৯ ডিসেম্বর স্মৃতিচারণমূলক বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
বিশেষ দ্রষ্টব্য: আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর প্রবাসের চিঠি বিভাগে লিখতে পারবেন। আপনাদের স্বপ্ন, অনুভূতি, গল্প-কবিতা, ঘটনা, অনুষ্ঠানসহ নানা বিষয় এতে স্থানে পাবে। লেখা পাঠাবার ঠিকানা: [email protected] অথবা [email protected]