ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

স্টকহোমে শোক দিবস পালিত

জামান সরকার, হেলসিংকি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
স্টকহোমে শোক দিবস পালিত

স্টাকহোম: যথাযথ মর্যাদায় স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে দূতাবাসের প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান ফরিদা ইয়াসমিন, কর্মকর্তা-কর্মচারীও দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

  

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু, তার সহধর্মিনী ও ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

তারপর জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক একটি ভিডিও প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।