ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নিউজিল্যান্ডে জাতীয় শোক দিবস পালন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
নিউজিল্যান্ডে জাতীয় শোক দিবস পালন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে নিউজিল্যান্ডের অকল্যান্ড শাখা বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে ।

রোববার (১৬ আগস্ট) এসব অনুষ্ঠান ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

  সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে ছিল ‘বঙ্গবন্ধু’র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি এবং বঙ্গবন্ধুর উপর বিষয় ভিত্তিক আলোচনা এবং ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল।

বঙ্গবন্ধু পরিষদ  নিউজিল্যান্ড শাখার সভাপতি প্রকৌশলী সফিকুর রহমান অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. কাইউম উজ জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম মিন্টু, ইফতেখার উদ্দিন লিটন প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ প্রবন্ধ পাঠ করেন কৃষিবিদ ড. আনোয়ার জাবেদ ও প্রকৌশলী আফজালুর রহমান রনি। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন বেলী মাহমুদ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।