ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পানি সপ্তাহে বিশ্বসম্প্রদায়ের নজর কাড়ছে বাংলাদেশ

মাহমুদ হাফিজ, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
পানি সপ্তাহে বিশ্বসম্প্রদায়ের নজর কাড়ছে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্টকহোম থেকে: স্টকহোমে পানি সপ্তাহে’র বিশ্ব আসরে বাংলাদেশ নানাভাবে বিশ্বসম্প্রদায়ের নজর কেড়েছে। এ সম্মেলনে বাংলাদেশের তিন তরুণের উদ্ভাবিত ‘অ্যাকুয়া প্রসেসর’ছিল বহু পানি বিশেষজ্ঞের আগ্রহের কেন্দ্রে! প্রদর্শনীতে এ  সম্পর্কিত পোস্টার অংশগ্রহণকারী সবার দৃষ্টি কাড়ে।



আরেক তরুণ ‘ওয়াটার ম্যাসেঞ্জার’ পুরস্কার জিতে সম্মেলনে অংশ নেওয়ার সুযোগই শুধু পাননি, গুরুত্বপূর্ণ একটি কর্মশালায় প্যানেল আলোচক হিসেবেও মনোনীত হয়েছেন। পানির ওপর আয়োজিত এ আন্তর্জাতিক সপ্তাহে সরকারি প্রতিনিধিত্ব চোখে না পড়লেও রয়েছে বেসরকারি  কয়েকটি সংস্থা ও মিডিয়া হিসেবে বাংলানিউজ২৪.কমের প্রতিনিধি। ভবিষ্যতে বাংলাদেশ পানি এজেন্ডা নিয়ে এ আসরে আলোচনা বিতর্কে অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।

‘অ্যাকুয়া প্রসেসর’ সিস্টেমের উদ্ভাবক বাংলাদেশের তরুণ শিক্ষার্থী নাভিদ হায়দার, লাবিব তাজওয়ার রহমান ও শেখ রিফায়াত দাইয়ান সৃজন। সিস্টেমটির মাধ্যমে বহুতল ভবনে ১০০ মানুষের ক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থা ৪৫ ভাগ হ্রাস করা যায়। পানি সঙ্কট সমাধানে তারা উদ্ভাবনী সমাধান দিয়ে পানি সপ্তাহ উপলক্ষে প্রদত্ত স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ লাভ করে এবং পুরস্কার হিসেবে এ সপ্তাহে অংশগ্রহণের সুযোগ পান।

অকুস্থল পরিদর্শন করে দেখা গেছে, এই তরুণরা সপ্তাহের এক্সিবিশন হলে তাদের উদ্ভাবনের পোস্টার প্রদর্শন করছে। দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী ভিড় করে তাদের প্রদর্শনী দেখছে এবং ‘অ্যাকুয়া প্রসেসর’ পদ্ধতিটি সম্পর্কে জেনে নিচ্ছেন।

তরুণরা অলাভজনক সংগঠন ‘হাউজ অব ভলেন্টিয়ার্স বাংলাদেশ’-হোভ এর সদস্য। প্রদর্শনীতে এদের সঙ্গে সুইডেনপ্রবাসী বাংলাদেশি মিসেস পারুলও যোগ দেন। তরুণরা এ প্রতিবেদককে জানিয়েছেন, বহুতল ভবনের পানি সরবরাহ ব্যবস্থায় এ পদ্ধতির প্রয়োগ তাদের প্রথম লক্ষ্য।  

এদিকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আহমেদ শাফা শোভন পানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত ওয়াটার ম্যাসেঞ্জার পুরস্কার জিতে  পানি সপ্তাহে অংশগ্রহণ করছেন। শাফা বৃহস্পতিবার সম্মেলনের একটি কর্মশালায় প্যানেল বক্তা হিসেবেও মনোনীত হয়েছে।

শাফা বাংলানিউজকে বলেন, ভবিষ্যতে পরিবেশ ও পানির ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে এ সংক্রান্ত বিশ্ব-বিতর্ক আলোচনায় যোগ দেয়া তার অন্যতম লক্ষ্য।
বাংলাদেশের তরুণদের এ সাফল্যের পাশাপাশি পানি সপ্তাহে বাংলাদেশ বেশ মোটা দাগেই অংশগ্রহণ করছে। উদ্যোক্তারা জানান, বাংলাদেশের অন্তত ৩৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন সম্মেলনে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্রাক, স্পেস, বাংলা নিউজ, প্রচেষ্টা অ্যাড মিডিয়া, অস্ট্রেলিয়ার বাংলা সাপ্তাহিক দেশ বিদেশ ইত্যাদি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

অংশগ্রহণকারীদের মধ্যে আছেন সাংবাদিক মাহমুদ হাফিজ, মোহাম্মদ হাবিবুর রহমান, চৌধুরী গিয়াসউদ্দিন, আরিফ জিয়াউদ্দিন, মোজাফফর হোসেন দীপু, নাদিয়া জ্যাবিন রহমান, ঈষিকা শারমীন রায়হান, মনিরুল ইসলাম, উপল নন্দী, আজহার আলী প্রামানিক প্রমুখ।

ইউনিসেফ, আইডিইসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ কান্ট্রি প্রধানও এতে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
পিসি

** দিনে মৃত্যু ৫ হাজার, ১৮০ কোটি পায়না নিরাপদ পানি || মাহমুদ হাফিজ
** স্টকহোম এখন উৎসবের নগরী
** বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পানি সপ্তাহ শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।