ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে জাতীয় পার্টির উদ্যোগে শোক দিবসের আলোচনা

আনোয়ার হোসেন মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
কাতারে জাতীয় পার্টির উদ্যোগে শোক দিবসের আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি কাতার শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানী দোহা মাতারকাদিম এশিয়ানা হোটেলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


 
সংগঠনের সভাপতি আহমেদ রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল মান্নান, মকবুল হুসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন ছিনু, বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার সভাপতি ইসমাইল মিয়া প্রমুখ।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্মই হতো না। বাঙালি জাতি, বাংলা ভাষা আর বঙ্গবন্ধু যেন একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে নিয়ে স্বাধীনতাবিরোধী চক্রের চরম বিদ্বেষের কারণে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও স্বাধীনতার সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কোনো দলের নয়, ১৬ কোটি মানুষের। বঙ্গবন্ধু আমাদের জাতীয় চেতনার উৎস।

সভা শেষে ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত, দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহ্‌সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, আগস্ট ৩০,২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।