ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জেনেভায় মুগ্ধতা ছড়ালো ‘রবীন্দ্রসংগীত সন্ধ্যা’

মোজাম্মেল হক মামুন, জেনেভা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
জেনেভায় মুগ্ধতা ছড়ালো ‘রবীন্দ্রসংগীত সন্ধ্যা’

জেনেভা: সুইজারল্যান্ডের জেনেভায় রবীন্দ্রসংগীতের সুরের জাদুতে মোহিত হলেন প্রবাসী বাংলাদেশি ও ইউরোপীয় রবীন্দ্রপ্রেমীরা।

গত ৫ সেপ্টেম্বর জেনেভার ইকোল হেনরি দুনান্ত মিলনায়তনে আয়োজিত ‘রবীন্দ্রসংগীত সন্ধ্যা’ এ মুগ্ধতা ছড়ায়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জেনেভা বাংলাদেশ ক্লাব’।

অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার ছিল দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা, ড. ইকবাল আহম্মেদ ও কাদেরী কিবরিয়া। অনুষ্ঠানে যন্ত্র সংগীতে ছিলেন তবলায় ইউসুফ আলী খান, কী-বোর্ডে ভাপুস্তারা জংপির। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘ভানু সিংহের পদাবলী’ শীর্ষক রবীন্দ্র নৃত্য।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উর্মী মাজহার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেনেভা বাংলাদেশ ক্লাবের সভাপতি আমজাদ চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি নজরুল ইসলাম, বাংলাদেশ ক্লাবের উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক শাহীন মজুমদার, পৃষ্ঠপোষক আবুল কালাম, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শ্যামল খান, রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক জমাদার নজরুল ইসলাম, মশিউর রহমান সুমন, মাসুম খান দুলাল প্রমুখ।

আমজাদ চৌধুরী বলেন, ‘বরেণ্য তিন গুণী শিল্পী নিয়ে জেনেভায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। ’

সুইজারল্যান্ড প্রবাসী বাঙালিদের সংস্কৃতি চর্চার ভূয়সী প্রশংসা করে নজরুল ইসলাম বলেন, ‘সংস্কৃতি চর্চার মাধ্যমে সুইজারল্যান্ড প্রবাসীরা বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে লালন করে আসছেন, প্রবাসীদের এমন সক্রিয় সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ’ 

আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানিয়ে শাহীন মজুমদার বলেন, ‘প্রবাসের মাটিতে এমন অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে একই ভেন্যুতে একত্রিত করার জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ। ভবিষ্যতে এমন অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে আশা করি। ’

আবুল কালাম বলেন, ‘সুইজারল্যান্ডে প্রথম এমন অনুষ্ঠান উপভোগ করছি, মনে হচ্ছে দেশে বসেই উপভোগ করছি প্রিয় শিল্পীদের গান-নৃত্য। এমন অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম দেশের সংস্কৃতি সম্পর্কে সচেতন হবে বলেও বিশ্বাস করি। ‘

শ্যামল খান বলেন, ‘সুস্থ বিনোদনের মাধ্যমে প্রবাসীদের একটি মনোমুগ্ধকর সন্ধ্যা উপহার দিতে পেরে আমরা আনন্দিত’।

জমাদার নজরুল ইসলাম বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাই শত হস্তে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি তার সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে’।

শত ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজক এবং শিল্পীদের উৎসাহিত করার জন্য দর্শকদের ধন্যবাদ জানান মশিউর রহমান সুমন ও মাসুম খান দুলাল।

অনুষ্ঠানের ইলেকট্রনিক মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও বাংলা ভিশন। রেডিও পার্টনার ছিল রেডিও ভূমি। আর গ্র্যান্ড স্পন্সর ছিল ইসি ফ্রায়েড চিকেন জেস মনসুন অ্যালিমেনেশন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।