ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সুইডেন ছাত্রলীগের পরিচিতি সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
সুইডেন ছাত্রলীগের পরিচিতি সভা

ঢাকা: সুইডেন ছাত্রলীগের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেক কেটে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিনও পালন করা হয়।



গত রোববার (১৩ সেপ্টেম্বর) সুইডেনের রাজধানী স্টকহোমে সুইডেন ছাত্রলীগের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও জননেত্রীর বাস্তবায়ন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা কমিটির চেয়ারম্যন শামসুদ্দিন খেতু মিয়া।

সুইডেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সুইডেন ছাত্রলীগের সহ সভাপতি আরিফ হোসেন সুমন। বিশেষ অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি ড. ফরহাদ আলী খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, আব্দুল মুহিত টুটু ও গুলজার মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন সুইডেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মুহিত টুটু, সহ সভাপতি বিপ্লব হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহেল ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসান তপন প্রমুখ।

সভায় সর্বইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি মোবাইল ফোনে সুইডেন ছাত্রলীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান। এ কমিটির সফলতা কামনা করেন তিনি।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগও মোবাইল ফোনে সুইডেন ছাত্রলীগকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে বহির্বিশ্বে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া, ডেনমার্ক, রাশিয়া ও সিঙ্গাপুর ছাত্রলীগ নেতারা সভায় মোবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথি ড. ফরহাদ আলী খান তার বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ত্যাগ ও সফলতার ওপর আলোকপাত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সুইডেন যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়দুল হক সবুজ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

সভায় মুক্ত আলোচনার অংশ হিসেবে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মোখলেসুর রহমান মিরাজ, কামরুল হাসান, নাজমুল হাসান খান, দলিল উদ্দিন দুলু, ডা. শাম্মী দাস, লাভলু মনোয়ার, সৈয়দ ইফতেখার-উদ-দৌলা জুয়েল, খালেদ মোহাম্মাদ আলী, কাওসার আলী, সাইদুল হক, বিপ্লব হক, ডা. তামান্না হোসেন খান, ডা. নেওয়াজ হোসেন অরূপ, হেদায়তুল ইসলাম শেলী, আমিনুল হক, দেলোয়ার হোসেন জুয়েল প্রমুখ।

সভা শেষে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। উপস্থিত সবাই তার দীর্ঘায়ু কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।