ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিজয় দিবস উদযাপন

আনোয়ার হোসেন মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কাতারে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার থেকে: কাতারে বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা জেদিদ ঢাকা রেস্টুরেন্টে বিজয় দিবসের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সংগঠনের সভাপতি বাবু মনোরঞ্জন সাহার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ আহাদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম প্রধান।

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ হালদার মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন ‘মানসিক রোগী’। তিনি ক্লান্ত, অসুস্থ।

শহীদ মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করায় খালেদা জিয়ার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান প্রবাসী নেতারা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।