ঢাকা: লিবিয়ায় বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজে ও বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) এ উপলক্ষে কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. শাহিদুল হক, পিএসসি (অব.)। সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আ স ম আশরাফুল ইসলাম, কাউন্সিলর (রাজনৈতিক) মোহাম্মদ মোজাম্মেল হক এবং প্রথম সচিব (শ্রম) মো. আলম মোস্তফা।
বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী মো. শাহজালাল, সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মোজাম্মেল হোসেন ত্বোহা ও শিক্ষিকা শায়মা জাহান তিথি।
পরে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ওএইচ/এএ