রোববার বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে ৫২ কিলোমিটার ম্যারাথন দৌড় শুরু করেন তিনি। এখন পর্যন্ত ১১১টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন শিব শংকর পাল।
ম্যারাথনে সংগৃহীত অর্থ বাংলাদেশের সেবামূলক সংগঠন ‘বিদ্যানন্দ’ ও মিউনিখের প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ইউগেন্ড ফওর্ডারুং’-এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
অনুদান পাঠানোর হিসাব নম্বর:
BANK: STADTSPARKASSE, Account Name: Suhrid Bangladesh-Hilfe e.V.
IBAN: DE08701500001001319191
BIC/SWIFT CODE : SSKMDEMMXXX
ACCOUNT NUMBER : 1001319191
প্রায় ৫ ঘণ্টার এই দূরপাল্লার ম্যারাথন দৌড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচাররের ব্যবস্থাও করা হয়। দেখতে চাইলে ক্লিক করুন Solo ultra-marathon for covid-19 Victims এই ফেসবুক পেইজে।
এমন ম্যারাথনে অংশ নিয়ে দেশের মানুষের জন্য দৌড়াতে পেরে গর্বিত ঢাকার নবাবগঞ্জের শিব শংকর পাল। জানালেন, এই মহামারিকে জয় করতে চাইলে সবার সহমর্মিতা, সংহতি ও ভালবাসাটাই দরকার। তাহলেই সম্মিলিতভাবে করোনা মোকাবিলা সম্ভব।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
নিউজ ডেস্ক