ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নববর্ষে আমীরাতে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২
নববর্ষে আমীরাতে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতের সারজা,আজমানে, ফুজিরা, রাস আল খাইমায় উইনটার হট এন্টারটেইনমএন্টর উদ্যোগে মহান বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ উপলক্ষে চারদিনব্যাপী জমজমাট ধামাকা কনসার্টের আয়োজন করা হয়।

জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল একুশে টেলিভিশন এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল।

চারদিন ব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক অনুরাগীদের উপচে পড়া ভীড় ছিল দেখার মতো।

সারজার মদিনা ক্রিকেট স্টেডিয়াম, আজমান রামাদা হোটেল হলরুম, রাস আল খাইমা স্কুল অডিটোরিয়াম, ফুজিরায় নিলুফার ওয়েডিং হল- এ চারটি আয়োজনে সুরের মূর্চ্ছনায় সঙ্গীত পিপাসুদের মন ভরিয়ে দেন বাংলাদেশ থেকে আগত শিল্পীরা।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন চ্যানেল আই সেরা কন্ঠের তারকা মুনমুন, বর্তমান প্রজম্মের হার্ডথ্রব শিল্পী মুন, শাহানাজ বাবু, হ্যানী, কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, ফারাহ শামসসহ অনেকে। সাথে ছিলেন আলমগীরের নেতৃত্বে চার সদস্যের যন্ত্রীদলও।

উইনটার হট এন্টারটেইনমেন্ট এর সভাপতি এটিএম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, আয়োজক কমিটির আফতাব ভাই, পারভেজ ভাই, আজাদ লালন, প্রকৌশলী জাহাঙ্গীর, সাইফুল ইসলাম তালুকদার, গাজালীর সহযোগিতা ও তৎপরতা অায়োজনকে সর্বাঙ্গীন সুন্দর করে।

প্রবাসী বাংলাদেশীদের নিজ সংস্কৃতি চর্চায় জড়িত রাখাই উইনটার হট এন্টারটেইনমেন্ট এর মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। আগামীতে আরো বড় আয়োজন নিয়ে প্রবাসী সঙ্গীত পিপাসুদের চাহিদা পূরণ করবেন এটাই তারা প্রত্যাশা করেন।

সমগ্র অনুষ্ঠানটির প্রধান স্পন্সর ছিল প্রসিদ্ধ মানি ট্রান্সফার কোম্পানি ওয়েস্টার্ন ইউনিয়ন। উল্লেখ্য, ফুজিরায় আয়োজিত অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল আবু জাফর স্বপরিবারে অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।