১৯ জানুয়ারি প্রেসিডেন্ট মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২১ জানুয়ারি এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি ডেনমার্ক শাখা।
ডেনমার্ক বিএনপি’র সভাপতি গাজী মনির আহমেদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বাংলানিউজকে জানান, ডেনমার্কের ব্রোনশোজ এর ফ্রেডারিক্সান্ডসভেজ-এ ২১ জানুয়ারি রাত ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ডেনমার্কের বিভিন্ন স্থানে এবং অন্যান্য দেশে অবস্থানরত প্রবাসী বাংলোদেশিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ:
সালাহউদ্দিন-৫০১০২৭৬৫, শরীফ-৭১৩৪০৫৪৮, শামসুল আলম-২২৪৫৩০৩৭, ইকবাল-২৮৬৯৩৩২৫, বেলায়েত হোসেন-২৮২৬৭৭২০, চৌধুরী মঈন-৬০১৩০০৮০, আরিফ তালুকদার-২৬২৩৬০৬৪, খোকন-৫২৭০৬৬২০, ইমন হক-৫০৫৫৮২১৩, সুলেমান-৭১৩৫২৫৭৭, সোহেল-৪২৭৯৪৯৪৬, সালমান-৬০২৪৪৫১৮, মামুন-৫২৬২৫৭২৯, জিয়া-২৭৮৫৪১৩৩, আসিফ-৬০৮৩৩৭৯২
Frederikssundsvej 310, 2700 Bronshoj, Denmark Tel & Fax +4538281047 [email protected] http://bnpdk.blogspot.com/
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১২