ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বস্টনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২
বস্টনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বস্টনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার আলোচনা সভা  অনুষ্ঠিত হয় সংগঠনটির ম্যাসাচুসেটস্ শাখার আয়োজনে।   ক্যাম্ব্রিজস্থ ৪০২ রিঞ্জ এভিনিউ’র কমিউনিটি রুমে আয়োজিত  সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ম্যাসাচুসেটস্ শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আহমেদ হাসান।

  সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ সন্তান প্রকৌশলী ঊজ্জ্বল বড়ুয়ার পরিচালনায় সভার শুরুতে একাত্তরের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ইভা হাসনাত, ফজলুল হক রাজা, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, ড. আবদুস সামাদ, মুক্তিযোদ্ধা রাতুল কান্তি বড়ুয়া, ড.  সৈয়দ আবু হাসনাত, আব্দুর রাজ্জাক, আসিফ বাবু, বিপুল কামাল, ইকবাল ইউসুফ, নিউ ইংল্যান্ড আওয়ামী যুবলীগের আহবায়ক মিন্টো কামরুজ্জামান এবং নতুন প্রজন্মের রকিবুল চৌধুরী রনি, তারিক আদনান প্রমুখ।    
 
সভায় বক্তারা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে জনসচেনতা সৃষ্টিতে এবং যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়ায় শহীদ জননী জাহানারা ইমামসহ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির  কেন্দ্রীয় নেতৃবৃন্দের অবদান স্মরণ করেন। শীর্ষ যুদ্ধাপরাধী কুখ্যাত ঘাতক গোলাম আযমকে জেলে পাঠানোয় সভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।  

বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানান এবং অবিলম্বে একাত্তরের ঘাতক দালালদের নির্মূলের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরো বলেন, একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সুসম্পন্ন করে ঘাতক-দালালদের বিচারের মাধ্যমেই তাদের প্রতি যোগ্য সম্মান প্রদর্শিত হবে আর এ প্রক্রিয়ায়  একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ম্যাসাচুসেটস্ শাখার সদস্যরা প্রবাসে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সমর্থন ও সহযোগিতা আদায়ে কাজ করে যাবেন।

সভার সভাপতি অধ্যক্ষ আহমেদ হাসান সমাপনী বক্তব্যে সংগঠনের কার্যক্রমে সকলকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার অনুরোধ এবং সমগ্র নিউ ইংল্যান্ডব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের পক্ষ ও বিরোধিতাকারীদের ভূমিকা তুলে ধরার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।