ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাংলাদেশে ইসলামীকরণ বন্ধের দাবি

শিহাব উদ্দিন কিসলু, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২
বাংলাদেশে ইসলামীকরণ বন্ধের দাবি

নিউইয়র্ক : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা জাতীয় সংসদে হেট ক্রাইম বিল পাশের পাশাপাশি বাংলাদেশে ইসলামীকরণ বন্ধ এবং শত্রু সম্পত্তি সমস্যার সমাধানের দাবি জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় শনিবার সকাল) এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।



সিলেটে হিন্দুদের জোর করে গরুর মাংস খাওয়ানো এবং কুমিল্লায় ধর্মান্তরিত করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, স্বাধীন বাংলাদেশে এরকম ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করা, ধর্মীয় উগ্রবাদ বন্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারের প্রতি জোর দাবি জানায় তারা। পাশাপাশি সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, শিতাংশু গুহ, ডা. টমাস দুলু রায়, রতন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বিকেলে সংগঠনটি জ্যাকসন হাইটসের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন এবং সকালে কনস্যুলেটকে স্মারকলিপি প্রদান করে।

বাংলাদেশ সময় : ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।