ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

যুদ্ধাপরাধীদের বিচারে ব্রিটিশ সরকারের সমর্থন আদায়ে বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২
যুদ্ধাপরাধীদের বিচারে ব্রিটিশ সরকারের সমর্থন আদায়ে বৈঠক

বার্মিংহাম: যুদ্ধাপরাধীদের বিচারে ব্রিটিশ সরকারের সমর্থন আদায়ে জন হেমিং এমপির সঙ্গে বৈঠক করেছেন বার্মিংহাম আওয়ামী লীগ নেতা মাহবুব আলম চৌধুরী মাখন।

গত ৮ ফেব্রুয়ারি হাউজ অব কমন্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বর্তমান মহাজোট সরকারের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগে ব্রিটিশ সরকারের সমর্থন আদায়।

এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

হাউজ অব কমন্সে জন হ্যামিং ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ-সভাপতি জালাল উদ্দিন, সেক্রেটারি সৈয়দ ফারুক, বার্মিংহাম আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সাইফুুল আলম, হাজী নূর মিয়া, জাসদ নেতা জুনেদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবারের বৈঠকের পর ওইদিনই পার্লামেন্টে জন হ্যামিং আর্লি ডে মোশন আনেন। এই মোশনে নির্দিষ্ট সংখ্যক এমপি স্বাক্ষর করলে বিষয়টি নিয়ে পার্লামেন্টের ফুল হাউজে আলোচনা হবে এবং বিষয়টি নিয়ে ব্রিটিশ সরকার তাদের অবস্থান ব্যাখ্যা করবে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা. ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।