জাপান থেকে: জাপানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি।
২১ ফেব্রুয়ারি সকালে টোকিওর ইকেবুকুরোর নিশিগুচি পার্কে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. জীবনরঞ্জন মজুমদার এবং তোশিমা-ওয়ার্ডের ডেপুটি মেয়র তউজাওয়া আকিরা।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখা, জাতীয় পার্টি জাপান শাখা, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম-জাপান, বাংলা পত্রিকা পরবাস, সাপ্তাহিক, উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠি, স্বরলিপি কালচারাল একাডেমি, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি, বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি, এটিএন নিউজ, চাঁদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে।
উল্লেখ্য, ওইদিন প্রভাত ফেরীতে শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।
সবশেষে টোকিওর আইটি প্রতিষ্ঠান এশিয়ান বিজনেস নেটওয়ার্ক (এবিএন) এর সৌজন্য সেদিন সবাইকে আপ্যায়িত করা হয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২