নিউইয়র্ক : ধানমন্ডির ২শ কোটি টাকা মূল্যের বাড়িটি জমিসহ সরকারের কাছে হস্তান্তর করায় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে অভিনন্দন জানালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার এবং মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। সরকার ১১ বছর আগে শেখ রেহানাকে এ বাড়িটি বরাদ্দ দিয়েছিল।
শেখ রেহানার এই মহানুভবতার জন্যে তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা মন্তব্য করেন, ‘জাতিরজনক বঙ্গবন্ধুর রক্ত যার ধমনিতে প্রবাহিত তাদের পক্ষেই এমন মহৎ কাজ সম্ভব। কারণ, বঙ্গবন্ধু শিখিয়েছেন জাতিকে শুধু দিতেই। ’
নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ শরিফ রাসেল, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক, প্রচার সম্পাদক শাহীন ইবনে দেলোয়ার, উপদেষ্টা খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা ড. এম এ বাতেন, ডেপুটি কমান্ডার ডা. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম ও সেক্রেটারি কাজী আজিজুল হক খোকন।
এছাড়াও যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সেক্রেটারি ফরিদ আলম, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের নেতা মাহমুদুন্নবী বাকী, শিব্বির আহমেদ, ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা আইয়ুব খান ও নাফিজ জুয়েল, নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সেক্রেটারি ইকবাল ইউসুফ প্রমুখ।
নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে বলেছেন, শেখ রেহানার এ ভূমিকা বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০১ সালের জুলাই মাসে সরকার ধানমন্ডির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাড়িটি শেখ রেহানার নামে বরাদ্দ করলে তিনি তা নগদ মূল্যে কিনে নেন।
২০০৫ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার বাড়িটি সরকারি মালিকানায় নিয়ে সেখানে ধানমন্ডি থানা স্থাপন করেন। যা এখনো থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১২