ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

রিয়াদে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ৬ ব্যাংকের মতবিনিময়

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
রিয়াদে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ৬ ব্যাংকের মতবিনিময়

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের শীর্ষ স্থানীয় ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা(এমডি)।

ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাঊন্ডেশন(আইবিডব্লিউএফ)এবং আরব ন্যাশনাল ব্যাংকের(এএনবি) যৌথ উদ্যোগে বুধবার স্থানীয় সময় রাত ৯টায় রিয়াদ প্যালেস হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



আরব ন্যাশনাল ব্যাংকের(এএনবি) রেমিটেন্স বিভাগের কর্মকর্তা কাজী সিরাজের সঞ্চালনায় মতবিনিময় সভায় সোনালী ব্যাংক লিমিটেডের এমডি হুমায়ুন কবীর, অগ্রণী ব্যাংকের এমডি আব্দুল হামিদ, উত্তরা ব্যাংকের এমডি শেখ আব্দুল আজিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডি আব্দুল মান্নান, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংকের এমডি নুরুল আমীন, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) এমডি শাহজাহান ভূঁইয়া, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মিজানুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার হাদিউল ইসলাম বক্তব্য রাখেন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রকৌশলী বদিউজ্জামান।
 
রিয়াদে বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ রিয়াদের চেয়ারম্যান নুরুল ইসলাম আহমেদ, প্রকৌশলী আব্দুল হামিদ মীর, খুলনা প্রবাসী গ্রুপের চেয়ারম্যান শেখ আব্দুস সবুর, রিয়াদ ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি কাপ্তান হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, সোনালী ব্যাংকের রিয়াদ প্রতিনিধি কবিরুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী, লোকমান হোসেন খান, নুরুল হক প্রমুখ।

এছাড়াও রিয়াদে বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।