ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

রিয়াদে অপহৃত ২ বাংলাদেশি উদ্ধার

মোহাম্মদ আল-আমীন, রিয়াদ থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
রিয়াদে অপহৃত ২ বাংলাদেশি উদ্ধার

রিয়াদ : প্রায় ১২ দিন আটক থাকার পর মঙ্গলবার রাতে সৌদি আরবের গোয়েন্দা পুলিশ (সিআইডি) ও স্বজনদের প্রচেষ্টায় মুক্তি পেয়েছে ব্যবসায়ী খালেক ও শ্রমিক বাদল।

মুক্তিপণের ২০ হাজার রিয়াল (৫ লাখ টাকা) দেওয়ার কথা বলে অপহরণকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন স্বজনেরা।

অপহরণকারীরা রিয়াদের আজিজিয়ায় উথাইম মার্কেটের সামনে টাকা নিতে এলে সৌদির সিভিল পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে মানফোয়া নামক স্থানে ভাড়াবাসায় অপহৃতদের রাখা হয়েছে স্বীকার করে।

স্বীকারোক্তি অনুযায়ী অপহৃতদের উব্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার হওয়া আট বাংলাদেশি এখন সৌদি পুলিশ হেফাজতে আছে।

তাদের মধ্যে সুমন (বরিশাল), জাফর (কুষ্টিয়া), নূরুল ইসলাম (মানিকগঞ্জ), উমর ফারুক (নোয়াখালী) এবং মামুন (কুমিল্লা)। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। অপহরণকারী চক্রের নেতা আলমগীর গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে সৌদি সিআইডি।

উদ্ধার হওয়া ব্যবসায়ী আবদুল খালেক জানান, একটি বাড়ি ভাড়া করে অনেকদিন থেকেই অপহরণকারীরা এ কাজ করে যাচ্ছে। এর আগে এই চক্র একইভাবে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় বলে জানান খালেক। চক্রটি সৌদি আরব ও বাংলাদেশে যৌথভাবে অপহরণ কাজে জড়িত।

বাংলাদেশের পুলিশের সঙ্গে এই চক্রের হাত থাকতে পারে বলে জানান উদ্ধার হওয়া বাদল।

বাংলাদেশে ও সৌদি আরবে আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খালেক ও বাদল।

উল্লেখ্য, গত ৯ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দু’ বাংলাদেশিকে অপহরণ করে  দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময় : ১৫২১ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

সম্পাদনা : রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।