ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মালয়েশিয়ায় খোন্দকার দেলোয়ার ও ওবায়দুর রহমান স্মরণে দোয়া

কায়েস আহমেদ, মালয়েশিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
মালয়েশিয়ায় খোন্দকার দেলোয়ার ও ওবায়দুর রহমান স্মরণে দোয়া

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি মালয়েশিয়া শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হাং তুয়া মসজিদ কমপ্লেক্স মসজিদে এ দোয়া ও মিলাদ পড়ানো হয়।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি মালয়েশিয়া শাখার আহ্বায়ক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুব আলম শাহ। তিনি তার বক্তব্যে এ দুই মহান রাজনীতিবিদের জীবোদ্দশার বিভিন্ন আলোচিত দিক তুলে ধরেন।

দোয়া ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর খোকন, ফরিদুর রহমান, মজনু মুনসী, নাসিরউদ্দিন নাসির, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম খান, আমিনুল ইসলাম রোটন, মনজু খাঁ, আহম্মেদ হোসেন সাগর, আরিফ হোসেন, মিন্টু মিয়া, কামাল হোসেন, মোহাম্মদ কামাল, হানিফ, মাসুদ রানা, পলু, আবুল কালাম, লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘন্টা, মার্চ ২৩, ২০১২

সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।