ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নেপালে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
নেপালে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত

ঢাকা : নানা আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ৪১ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে নেপালে অবস্থিত বাংলাদেশের দূতাবাস । সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর মহারাজগঞ্জে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সোমবার ২৬ মার্চ সকালে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে চরণ পাঠ করা হয়।

পাশাপাশি এ সময় বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বলে দূতাবাস সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

 

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।