ঢাকা : নানা আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ৪১ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে নেপালে অবস্থিত বাংলাদেশের দূতাবাস । সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর মহারাজগঞ্জে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার ২৬ মার্চ সকালে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে চরণ পাঠ করা হয়।
পাশাপাশি এ সময় বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বলে দূতাবাস সূত্রে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর