অস্ট্রেলিয়া : সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পথে পথে বাধা দেওয়া ও প্রতিবন্ধকতা সৃষ্টির তীব্র নিন্দা জানিয়েছে বহির্বিশ্ব বিএনপি।
বহির্বিশ্ব বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল লতিফ সম্রাট, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মো. মোসলেহউদ্দিন আরিফ স্বাক্ষরিত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বহির্বিশ্ব বিএনপির নেতারা আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার ২৬ মার্চের এই জাতীয় দিনটিকেও দলীয়করণের বাইরে রাখতে চায় না। খালেদা জিয়া যখন সাভার স্মৃতিসৌধে পৌঁছেছেন, তখনও তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়নি। এসময় তার পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
যৌথ বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন বহির্বিশ্ব বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান জনি (ফিনল্যান্ড), সহ-সভাপতি মো. লকিয়তউল্লাহ (ইতালি), আহসানুল হক ভুলু (ফ্রান্স), মিয়া মো. মনিরুল ইসলাম (যুক্তরাজ্য), দেওয়ান শফিকুল ইসলাম (জার্মান), গাজী মনির আহম্মদ (ডেনমার্ক), খোরশেদ আলম মজুমদার (স্পেন), আহমেদ উল্যাহ মুকিত (সৌদি আরব), ড. আবদুল আজিজ (যুক্তরাজ্য), আলী সানোয়ার ছিদ্দিক (বেলজিয়াম), মো.সালাউদ্দিন (গালফ সমন্বয়ক), এম. মিজানুর রহমান (সুইজারল্যান্ড), হাজী মো. শরাফত আলী (আরব আমিরাত), হযরত আলী, ফজলুর রহমান বকুল (অস্ট্রিয়া), মেজবাউল ইসলাম বাবু (ইতালি), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহ (মালয়েশিয়া), মোস্তফা কামাল পাশা বাবুল (যুক্তরাষ্ট্র), ব্যারিস্টার এম এ সালাম (যুক্তরাজ্য), আশরাফুল আলম (ইতালি), মো. আনোয়ারুল ইসলাম (যুক্তরাষ্ট্র), আকতার হোসেন বাদল (যুক্তরাষ্ট্র), ইব্রাহীম খলিল মাসুদ (অস্ট্রেলিয়া), এমদাদ হোসেন কচি (সুইডেন), মো. জাকির হোসেন (আরব আমিরাত), সাইদুর রহমান লিটন (বেলজিয়াম), সাংগঠনিক সম্পাদক বাকের আজাদ (যুক্তরাষ্ট্র), এম. মাসুদ রেজা (জার্মান), শাহ মো. তাইফুর রহমান ছোটন, আবদুল কাদের (এশিয়া), ফারুক আহমেদ চান (মিডিলিস্ট), সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক (ডেনমার্ক), আহমেদ উল্যাহ কর্নেল, এম এ তাহের (ফ্রান্স) মো. আবু সাঈদ (কাতার), ইমাম হোসেন (নরওয়ে), কোষাধ্যক্ষ রাব্বির হাসান, দফতর সম্পাদক হাফিজুল ইসলাম তারেক (অস্ট্রেলিয়া), প্রচার সম্পাদক এম এইচ মামুন (কানাডা), প্রকাশনা সম্পাদক শরিফুল হক সাজু (কাতার), সাহিত্য সম্পাদক আতিকুর রহমান রিপন (কুয়েত), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান কাকন, তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল (ইতালি), আইন সম্পাদক অ্যাডভোকেট জামাল জনি (যুক্তরাষ্ট্র), যুব বিষয়ক সম্পাদক এম এ বাতিন (যুক্তরাষ্ট্র), সহ-যুব বিষয়ক সম্পাদক মোহাম্মাদ মিনহাজ (মালয়েশিয়া), স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল হাসান বাবলু (কুয়েত, ছাত্র বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা (যুক্তরাষ্ট্র), সমাজকল্যাণ সম্পাদক কুদরত উল্যাহ লিটন (অস্ট্রেলিয়া), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাস্টার নুরুল আমিন চৌধুরী (কোরিয়া), শিক্ষা বিষয়ক সম্পাদক মমতাজ আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবদুল ওহাব, মহিলা বিষয়ক সম্পাদক লাভলী আলম (অস্ট্রেলিয়া), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মাদ হান্নান (বাহরাইন), এশিয়া বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন (মালয়েশিয়া), স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম পংখি (স্পেন), অর্থনীতি বিষয়ক সম্পাদক তফাজ্জল হোসন মানিক (আরব আমিরাত), প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম মো. সালাউদ্দিন (হল্যান্ড), মানবাধিকার বিষয়ক সম্পাদক সোলায়মান সেরনিয়াবাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোবিন মোহাম্মাদ(ফিনল্যান্ড), যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাইউম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রফিকুল ইসলাম ডালিম প্রমুখ।
বাংলাদেশ সময় : ১১০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর