ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রেজাল্ট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন উপাচার্য ড. মো. ছা‌দেকুল আ‌রে‌ফিন।

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (৩০ ডি‌সেম্বর) প্রকাশিত হয়েছে।

প্রকা‌শিত ফলাফল অনুযায়ী ‘ক’ ইউনিটে পাশের হার ২৫ দশমিক ৭৯, ‘খ’ ইউনিটের পাশের হার ২৪ দশমিক ৬৯ এবং ‘গ’ ইউনিটে পাশের হার ৪২ দশমিক ২১। তিনটি ইউনিটে সামগ্রিকভাবে পাশের হার ২৮ দশমিক ১১।

‌বি‌কেল সাড়ে ৪টায় বিশ্ব‌বিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়ত‌নে ফল প্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছা‌দেকুল আ‌রে‌ফিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ছাত্র-উপদেষ্টা, পরিচালক, শিক্ষক, শিক্ষক সমিতির নেতা, দপ্তর প্রধান ও সাংবাদিকরা।

উপাচার্য জানান, ‌ভ‌র্তি পরীক্ষায় মোট ১৬ হাজার ৭৯২ পরীক্ষার্থী অংশ নেন; যার মধ্য থে‌কে ৪ হাজার ৭২১ পরীক্ষার্থী পাশ করে‌ছেন। তাদের ম‌ধ্যে ৩ হাজার ১৫৪ জন ছে‌লে ও ১ হাজার ৫৬৭ জন মে‌য়ে রয়েছেন।  

‘ক’ ইউ‌নি‌টে ৯ হাজার ২৪৪ পরীক্ষার্থী‌র ম‌ধ্যে পাশ ক‌রে‌ছেন ২ হাজার ৩৮৪ জন। ‘খ’ ইউ‌নি‌টে ৪ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থী‌দের ম‌ধ্যে পাশ ক‌রে‌ছেন ১ হাজার ১৯৬ জন। ‘গ’ ইউ‌নি‌টে ২ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী‌দের ম‌ধ্যে পাশ ক‌রে‌ছেন ১ হাজার ১৪১ জন।

‘ক’ ইউ‌নি‌টে মেধা তালিকায় প্রথম হ‌য়ে‌ছেন দেবশ্রী সরকার, দ্বিতীয় হ‌য়ে‌ছেন সা‌দিকা রহমান ও তৃতীয় হ‌য়ে‌ছেন স্বর্ণা দাস। ‘খ’ ইউ‌নি‌টে মেধা তালিকায় প্রথম হ‌য়ে‌ছেন জোয়া‌রিকা সাওদা, দ্বিতীয় হ‌য়ে‌ছেন রু‌বিনা আক্তার ও তৃতীয় হ‌য়ে‌ছেন সা‌মিয়া আক্তার। ‘গ’ ইউ‌নি‌টে মেধা তালিকায় প্রথম হ‌য়ে‌ছেন রু‌মি আক্তার, দ্বিতীয় হ‌য়ে‌ছেন তাসনুভা ইসলাম নুর ও তৃতীয় হ‌য়ে‌ছেন আবু তোরাব মুনতা‌সির। তারা সবাই ব‌রিশাল শিক্ষাবো‌র্ডের শিক্ষার্থী।

গত ২৭ ও ২৮ ডিসেম্বর ‘ক’, ‘খ’ এবং ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৪টি বিভাগের ১৪৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।  

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে চয়েস ফরম পূরণ শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে। প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ জানুয়ারি। প্রথম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।

২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ০৯ ফেব্রুয়া‌রি।

বাংলা‌দেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডি‌সেম্বর ৩০, ২০১৯
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রেজাল্ট এর সর্বশেষ