ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

সারাদেশ

৮ বছর পর বরিশালের বানারীপাড়ায় বিএনপির কাউন্সিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, জুলাই ২০, ২০২৫
৮ বছর পর বরিশালের বানারীপাড়ায় বিএনপির কাউন্সিল

বরিশাল: দীর্ঘ ৮ বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) উজিরপুরে গুঠিয়া বায়তুল ভিউ কনভেনশনে হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

 

কাউন্সিলের উপস্থিত প্রতিনিধিদের ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম মিঞাকে সভাপতি ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন আহমেদ মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অপরদিকে  উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে পৌর বিএনপির সভাপতি এবং পৌর বিএপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।

বিএনপির নেতাকর্মীরা জানান, সর্বশেষে জেলা ও উপজেলা বিএনপির যৌথ সভায় গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার কথা ছিল। এ জন্য জেলা বিএপির তিন শীর্ষ তিন নেতার সমন্বয়ে একটি নির্বচন কমিশন গঠন করা হয়।

কাউন্সিলে উপজেলা বিএনপির সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুই জন এবং পৌর বিএনপির সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পরে দুইজন প্রার্থী ছিলেন। সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। কাউন্সিলে দুই ইউনিটের পাঁচশতাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন। এতে সভাপতিত্ব করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরফুদ্দিন আহমেদ সান্টু। এতে জেলা ও উপজেলা এবং পৌর বিএনপির বিভিন্ন পার্যায়ের নেতৃত্ব বক্তব্য রাখেন।

এমএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।