ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

উভয় বাজারে কমেছে সূচক ও লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জুন ৩, ২০১৪
উভয় বাজারে কমেছে সূচক ও লেনদেন

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৮ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৬২৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১০০৩ পয়েন্টে স্থির হয়।

আগের কার্যদিবসের মতো এদিনও সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে। যা প্রথম সোয়া একঘণ্টা স্থায়ী ছিল। এর পরই সূচকে ওঠানামা শুরু হয়।

বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১০১২ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১০০৪ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৬২৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১০০৪ পয়েন্টে স্থির হয়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩৯২ কোটি ২৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৪৩২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকা।  

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- আলহাজ টেক্সটাইল, ওয়াটা কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, গ্লোবাল হ্যাভি কেমিক্যাল, ডেল্টা লাইফ, মেঘনা পেট্রোলিয়াম ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার সিএসইর সিএসসিএক্স সূচক ৬০ পয়েন্ট কমে ৮ হাজার ৪২৬ পয়েন্টে নেমে আসে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৬৭ পয়েন্ট কমে ১১ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।

লেনদেন হয় মোট ২৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ১০৮ কোটি ৭৮ লাখ টাকা।  

বাংলাদেশ সময় : ১১২৯ ঘণ্টা, জুন ০৩, ২০১৪/আপডেটেড ১৪৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।