ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিএসইসিতে চালু হচ্ছে ই-ডাটা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
বিএসইসিতে চালু হচ্ছে ই-ডাটা

ঢাকা: ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে ই-ডাটা (ইলেকট্রনিক ফাইন্যান্সিয়াল রির্পোটিং) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনিয়র সচিব হেদুয়েতুল্লাহ আল মামুননের সঙ্গে মত বিনিময়কালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. স্বপন কুমার বালা এ তথ্য জানান।


 
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে জানানো হয়, বিশ্বব্যাংক প্রণীত ‘Report on Observance of Standards and Codes (ROSC) Bangladesh, Accounting and Auditing 2003’ প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা, অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
ড. স্বপন কুমার বালা বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তায় বিএসইসি ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রকল্প-৩ শুরু হবে। এ প্রকল্পের আওতায় ই-ডাটা (ইলেকট্রনিক ফাইন্যান্সিয়াল রির্পোটিং) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব কোম্পানির ফিন্যান্সিয়াল রিপোর্ট ও অন্যান্য উপাত্ত ইলেকট্রনিক পদ্ধতিতে জমা দেওয়ার ব্যবস্থা থাকবে। যার মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারী তথা সংশ্লিষ্ট সবার আর্থিক প্রতিবেদন স্ট্যান্ডার্ড ফরম্যাটে পাওয়া যাবে।
 
ই-ডাটা সেবা চালুর ফলে কোম্পানির আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলেও মনে করেন ড. স্বপন কুমার বালা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।