ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি সংযোজন করবে পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানান, আগামী জুন মাসের মধ্যে নতুন প্রযুক্তি আমদানি করবে এ কোম্পানিটি। এতে কোম্পানির উৎপাদন ক্ষমতা বেড়ে দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এদিকে, কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রযুক্তি সংযোজনের ফলে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়া ৮০ শতাংশ যন্ত্রপাতি আবার ব্যবহার উপযোগী হবে। এই ফার্নেস প্রযুক্তির জন্য ব্যয় হবে প্রায় ৬২ লাখ টাকা।
বর্তমানে এ কোম্পানিটির বছরে প্রায় এক হাজার একশ ৬০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে। নতুন প্রযুক্তি ব্যবহারে উৎপাদন ক্ষমতা এক হাজার আটশ ৮০ মেট্রিক টন পর্যন্ত বাড়বে বলে জানায় কর্তৃপক্ষ।
আনোয়ার গ্যালভানাইজিং ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫