ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৭টি ভূয়া ফেসবুক পেজ বন্ধ করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে(বিটিআরসি) চিঠি দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
রোববার(১৫ মার্চ) সিএসই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
গত ৯ মার্চ সিএসই ফেসবুকে নিজস্ব অফিসিয়াল পেজ উদ্বোধন করে। এখন থেকে সিএসই’র আসল ফেসবুক হিসেবে https://www.facebook.com/BangladeshCSE বিবেচিত হবে।
সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি-উল-মারূফ মতিন চিঠি সম্পর্কে বলেন, ‘ফেসবুকে অফিসিয়াল পেজ উদ্বোধনের পরই ভূয়া পেজগুলো বন্ধের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারই অংশ হিসেবে আমরা বিটিআরসিকে অনুরোধ করেছি যাতে তারা পদক্ষেপ নেন। কেননা এই ভূয়া পেজগুলোকে ব্যবহার করে বিনিয়োগকারীদের ভূল ও মিথ্যা তথ্য সরবরাহ সম্ভব বলে আমরা মনে করছি। আমরা আশা করছি বিটিআরসি খুব দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ নেবে। ’
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫