ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসহ ৪কোম্পানির পর্ষদ সভা সোমবার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসহ ৪কোম্পানির পর্ষদ সভা সোমবার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস লিমিটেড ও বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ সভার ২৭ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোম্পানিগুলোর এ পর্ষদ সভা শুরু হওয়ার কথা রয়েছে।



বৃহস্পতিবার(২৩ এপ্রিল’২০১৫) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

‘এ’ ক্যাটাগরির বেক্সিমকো ফার্মা ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ০১ পয়সা।

অন্যদিকে ‘এ’ ক্যাটাগরির বেক্সিমকো ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৬ পয়সা।

একইভাবে ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড ২০১৩ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই বোনাস। আর শেয়ার প্রতি আয় ১ টাকা ৩৪ পয়সা।

জেড’ ক্যাটাগরির শাইনপুকুর সিরামিকস লিমিটেড ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৩ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। শেয়ার প্রতি লোকসান ছিল ৮ পয়সা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।