ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

গ্রামীণফোনের ইপিএস কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
গ্রামীণফোনের ইপিএস কমেছে

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস কমেছে। কোম্পানির অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য  জানা গেছে।

সোমবার (১৮ জুলাই) ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিলো ৩ টাকা ৮০ পয়সা।

অপরদিকে চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি কোম্পানিটির নগদ অর্থের প্রবাহ কমে হয়েছে ১৩ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ১৪ টাকা ০৩ পয়সা। এছাড়াও কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ২৪ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর ছিলো ২৪ টাকা ৪৯ পয়সা।

এর আগে কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ৮৫ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
 
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমএফআই/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।