ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
বেড়েছে সূচক কমেছে লেনদেন

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫০ পয়েন্ট।

সূচকের পাশাপাশি এদিন বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এর ফলে বুধবার দরপতনের পর বৃহস্পতিবার ও রোববার টানা দুই কার্যদিবস সূচক বাড়লো।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ৯ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৯৪৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৪৪ কোটি ৩৫ লাখ ১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫৮ কোটি ৯৬ লাখ ৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯১ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৬ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ২৭৮ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৬৮৮ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।