ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্যসংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: দিনভর সূচকের ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন উভয় বাজারে কমেছে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা চার কার্যদিবস পর সূচক পতন হলো। এর আগের গত বুধবার সর্বশেষ দরপতন হয়েছিলো।

এরপর বৃহস্পতি, রোববার, সোমবার এবং মঙ্গলবার উভয় বাজারে টানা চার কার্যদিবস সূচকের উত্থান হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

বাজারের এই অবস্থানকে মূল্যসংশোধন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলেছেন, টানা সূচেকের উত্থানের পর সূচক পতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া। এতে বিচলিত হওয়ার কিছু নেই। এটাই পুঁজিবাজারের নিয়ম। এটা হয় মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থেকে।

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ৮ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার ৩৯৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪২৪ কোটি ৩২ লাখ ২৮ হাজার টাকা। এর আগের দিন লেদদেন হয়েছিলো ৫৬২ কোটি ৭১ লাখ ২৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫০২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার টাকার।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ০৩ পয়েন্ট কমে ৬ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচক কমলেও ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএক্স শরিয়াহ সূচক ২ দশমিক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩ পয়েন্ট কমে ১১ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।