ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই’র শেয়ার কিনতে আগ্রহী দুই কনসোর্টিয়াম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ডিএসই’র শেয়ার কিনতে আগ্রহী দুই কনসোর্টিয়াম

ঢাকা: ডি-মিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ২৫ শতাংশ শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে চীন ও ভারতের দুই কনসোর্টিয়াম। চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়াম এবং ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ফ্রান্টিয়ার বাংলাদেশ ও নাশডাক কনসোর্টিয়াম ভিন্ন ভিন্ন দামে শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তবে কে পাচ্ছে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

পরবর্তী বোর্ড সভায় কৌশলগত পার্টনার চূড়ান্ত হবে। আর চূড়ান্ত হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদনের জন্য আবেদন করবে ডিএসই।

জানা যায়, ২০১৩ সালের ডি-মিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারী হবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত দেশি বা বিদেশি কোনো স্টক এক্সচেঞ্জ কিংবা বিনিয়োগ ব্যবস্থাপক কোম্পানি বা বিনিয়োগ ব্যাংক বা কোনো খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠান। যারা উন্নততর প্রযুক্তিগত সুবিধা, ব্যবস্থাপনা ও ব্যবসা উন্নয়নে পরামর্শক সেবা প্রদান করবে। কৌশলগত বিনিয়োগকারী হতে চাইলে ডিএসই’র ২৫ শতাংশ শেয়ারও কিনতে হবে।

সভা সূত্র জানায়, শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়াম ডিএসই’র প্রতিটি শেয়ার ২২ টাকা দামে ২৫ শতাংশ শেয়ার কিনতে আগ্রহী। এই দামে শেয়ার কেনার সঙ্গে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার কারিগরি সহায়তা দিবে। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ফ্রান্টিয়ার বাংলাদেশ ও নাশডাক কনসোর্টিয়াম প্রতিটি শেয়ার কিনতে চায় ১৫ টাকায়। তারাও কারিগরি সহায়তা দিবে ডিএসইকে।

ডিএসই’র ১৮০ কোটি শেয়ারের ৪০ শতাংশের মালিকানা থাকবে সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস, ৩৫ শতাংশ শেয়ার প্রাথমিক গণপ্রাস্তারে মাধ্যমে বিক্রি হবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর ২৫ শতাংশ পাবে কৌশলগত বিনিয়োগকারী।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।